৩০ ডিসেম্বর পৌর নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনী দায়িত্ব পালন ও ভোটাধিকার প্রদানের জন্য এ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনী এলাকায় ওই দিন পাবলিক পরীক্ষার তারিখ নির্ধারণ থাকলে পরীক্ষা সংশ্লিষ্টরা ছুটির আওতামুক্ত থাকবেন।
জানা গেছে, নির্বাচনী এলাকায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা যাতে নিজ নিজ ভোটাধিকার প্রদান করতে পারেন সে জন্য ৩০ ডিসেম্বর বুধবার ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওই দিন সেখানে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা ছুটির আওতামুক্ত থাকবেন।