আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে সাবেক সিনেটরসহ ৪ জন নিহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে উরুজগান প্রদেশের রাজধানী তিরান কোট থেকে ৬ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।
উরুজগান প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র ফরিদ আয়াল জানিয়েছেন, সাবেক আফগান সিনেটর খাইরো জান, উপজাতীয় নেতা শরাফুদ্দিন এবং দু’জন দেহরক্ষী নিহত হয়েছেন।
নিহত খাইরো জান স্থানীয় পোপালজাই উপজাতির একজন নেতা। প্রেসিডেন্ট হামিদ কারজাইও এই উপজাতি থেকে এসেছেন।