নিন্দুকদের একহাত নিলেন সেঞ্চুরিম্যান

নিন্দুকদের একহাত নিলেন সেঞ্চুরিম্যান

ফর্মে থাকতে থাকতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য সেঞ্চুরিম্যান শচীন টেন্ডুলকারকে পরামর্শ দিয়েছেন অনেকেই। এতদিন মুখ বন্ধ রাখলেও শতকের শতক হাঁকানোর পর সরব হয়েছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। বলেছেন, ‘সেরা ফর্মে থাকা অবস্থায় অবসর নয়; দেশ ও দলের জন্য অবদান রাখা উচিৎ’।

২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর ভারত দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই সেঞ্চুরিম্যানের সরে দাঁড়ানোর উচিৎ ছিলো বলে মত দিয়েছেন সাবেক অনেক ক্রিকেটার। এছাড়া সম্প্রতি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত (৪-০) ধবলধোলাই হওয়ার পর এ দাবি আরও জোরদার হয়। কিন্তু তাতে দমে যাননি টেন্ডুলকার। সবকিছু ছেড়ে ফেলে এশিয়া কাপেই ফেরেন ছন্দে। আর সঙ্গে পূর্ণ করেন শতকের শতক।

৩৮ বছর বয়সী টেন্ডুলকার বলেন, ‘যখন ক্যারিয়ার শুরু করি তখন কারো সিদ্ধান্ত নিয়ে করিনি। যারা আমাকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা আমাকে দলে আনেননি।’

সেঞ্চুরিম্যান বলেন, ‘আমি প্রেরণা পাই কোচ ও আমার পরিবারের কাছ থেকে। যেদিন আমার মনে হবে পারছি না, তখনই অবসরের সিদ্ধান্ত নেবো। কিন্তু যারা বলেন, ফর্মে থাকতে থাকতেই অবসর নেওয়া উচিৎ তারা স্বার্থপর। কারণ আমার মনে হয়, তখন অবসরের পরিবর্তে দেশের জন্য অবদান রাখাই শ্রেয়।’

খেলাধূলা