তালেবানের দখলে হেলমান্দ প্রদেশ

তালেবানের দখলে হেলমান্দ প্রদেশ

1058আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ শহর সানগিনের বেশিরভাগ এলাকা তালেবান জঙ্গিরা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে প্রদেশের গভর্নর মির্জা খান রাহিমি বলেছেন, শহরটির দখল এখনো কর্তৃপক্ষের হাতে রয়েছে। কিন্তু তার একজন সহকারী শহরটি তালেবান জঙ্গিরা দখলে নিয়েছে বলে জানিয়েছেন। খবর বিবিসির।

এদিকে, তালেবান জঙ্গিরা শহরটির অধিকাংশ এলাকা দখলে নিয়েছে বলে দাবি করেছে। তারা বলছে, শহরের প্রধান প্রশাসনিক ভবনের দখল এখন তালেবানের হাতে। পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র ও আফগান সেনাবাহিনীর যৌথ টহলে রোববার তালেবানের আত্মঘাতী হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। চলতি বছরে আফগানিস্তানে বিদেশি সেনাবহরে এটিই ছিল সবচেয়ে বড় আত্মঘাতী হামলা।

ন্যাটো জোটের নেতৃত্বাধীন অন্তত ১২ হাজার বিদেশি সেনা আফগানিস্তানে মোতায়েন রয়েছে। এর এক বছর আগে সানগিনে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের সাড়ে চারশ সেনা নিহত হয়েছে।

আন্তর্জাতিক