গেরিলা’র সেরা হওয়া যুদ্ধপরাধীদের বিচারে জনমত গঠন করবে

গেরিলা’র সেরা হওয়া যুদ্ধপরাধীদের বিচারে জনমত গঠন করবে

১৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবে এশীয় বিভাগে প্রথম হয়ে উৎসবের একমাত্র সেরা ছবির জন্য নেটপ্যাক সম্মনানা পেয়েছে বাংলাদেশের গেরিলা। উৎসবের শেষ দিনে সমাপ্তি অনুষ্ঠানের পর নন্দনে বাংলানিউজকে বললেন তার অনুভূতির কথা জানালেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

বাংলানিউজের পক্ষ থেকে প্রথম অভিনন্দন পেয়ে ইউসুফ ভাই বললেন, ‌খুব ভাল লাগছে। এটা আমার দেশের গৌরব। মুক্তিযুদ্ধের কথা, আমার দেশের লক্ষ শহীদের কথা, মা বোনেদের লড়াইয়ের কথার এটা আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি আরও বলেন, নাট্যপরিচালকরূপে আমি অনেক সম্মাননা পেয়েছি। তবে প্রথম চলচ্চিত্র পরিচালনা করে এই সম্মান আমায় আনন্দিত করেছে। আরও ভাল লাগছে কলকাতায়, যে শহর মুক্তিযুদ্ধে অন্যতম কেন্দ্রস্থল ছিল। সেই শহর আমায় আমার দেশকে এখনও ভোলেনি, এতবছর পর তা ভেবে আরও ভালো লাগছে।

মুক্তিযুদ্ধ নিয়ে আবারও ছবি বানাবেন জানিয়ে বাচ্চু আরও বলেন, এরপর বাংলাদেশের পরিচলাকরাও মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করতে আরও উৎসাহিত হবেন।

এই সম্মাননা যুদ্ধপরাধীদের বিচারকে কতটা প্রভাবিত করবে, বাংলানিউজের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই প্রভাব পড়বে। এই ছবি নিয়ে আমরা পাকিস্তানি হানদারদের দোসর রাজকার, আল বদরদের বিচারের জন্য বিশ্বব্যাপী জনমত গড়ে তুলব।

তিনি আরও বলেন, আমি দেশে ফিরে যাচ্ছি। এ উৎসব আমায় এ সম্মাননা দিয়ে একটা বড় দায়িত্ব দিয়েছে যুদ্ধপরাধীদের বিচারকে দ্রুত করার জন্য জনমত সংগঠিত করার। আর আমি তা করবই, আমার চলচ্চিত্রের মধ্য দিয়ে।

বাংলাদেশ শীর্ষ খবর