মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে রাজধানী ইয়াঙ্গুনের বাইরের সব সফর বাতিল করা হয়েছে। রোববার সু চি’র দল এ খবর নিশ্চিত করেছে।
আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলে প্রচারণা চালানোর সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন কর্মকর্তা কায়ই টো জানিয়েছেন, পারিবারিক চিকিৎসক তিন মায়ো উইনের পরামর্শ অনুযায়ী নেত্রী এখন বাড়িতে বিশ্রামে থাকবেন। তিনি এখন দূরে কোথাও ভ্রমণেও যাবেন না।
ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, গত শনিবার মায়েয়িক শহরে যাওয়ার সময় তাকে বহনকারী নৌকাটি একটি চরে কয়েক ঘণ্টা আটকা পড়ে থাকলে সু চি বমি করেন।
চিকিৎসক কায়ই টো বলেছেন, ওই সফরের সময় সু চি’র স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে। রোববারই ইয়াঙ্গুনে নিজ বাড়িতে ফিরে আসার মনস্থ করেছেন।