শীর্ষে রিয়াল মাদ্রিদ, জয় বার্সার

শীর্ষে রিয়াল মাদ্রিদ, জয় বার্সার

রিয়াল সোসিয়েদাদকে ৫-০ গোলে হারিয়ে লা লিগায় বার্সেলোনার থেকে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। খেলায় জোড়া গোল করে নতুন মাইলফলক অতিক্রম করেছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদো লা লিগায় দ্রুততম সময়ে ১০০ গোল করার রেকর্ড গড়েছেন। সোসিয়েদাদের বিপক্ষে দুই গোল করায় পুর্তগিজ উইঙ্গার লিগে ৯২ ম্যাচে জালে বল জড়িয়েছেন ১০১ বার।

গত সপ্তাহে মালাগা ও ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোর থেকে ১০ পয়েন্টের ব্যবধান কমে ৬ পয়েন্টে দাঁড়িয়েছিলো রিয়ালের। ঘরের মাঠে আবার বড় জয়ে ফিরেছে হোসে মরিনহোর দল। অবশ্য খেলায় রোনালদোদের পাশে থাকতে পারেননি স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো। কারণ আগের ম্যাচে রেড কার্ড পাওয়ায় স্ট্যান্ডে বসেই উৎসাহ দিয়েছেন শিষ্যদের।

সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমার পাস থেকে ৭ মিনিটেই গোলের সূচনা করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এর মাধ্যমে স্পর্শ করেন লিগে ১০০ তম গোল করার রেকর্ড।

৪০ মিনিটে ব্যবধান বাড়ান (৩-০ ) ফ্রান্সের ফরোয়ার্ড বেনজামা। এক মিনিট পরই একটি গোল পরিশোধ করে সোসিয়েদাদ। গোল করেন মিডফিল্ডার জাবি প্রিতো।

বিরতির পর ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন (৪-১) বেনজেমা। ৭ মিনিট পর আরেকটি গোল করেন রোনালদো। এর মধ্যদিয়ে চলতি মৌসুমে মেসির সমান ৩৫ গোল করেছেন সাবেক ম্যানইউ তারকা। এ ম্যাচের আগে মায়োর্কার বিপক্ষে এক গোল করে বার্সাকে ২-০ গোলের জয় এনে দিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

মায়োর্কার মাঠে বার্সেলোনা পরিণত হয়েছিলো ১০ দনের দলে। হ্যান্ড বলের অপরাধে ৫৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। তবে এর আগেই কাতালানদের ২৫ মিনিটে এগিয়ে দিয়েছিলেন বার্সা তারকা মেসি।

৭৯ মিনিটে মেসির নেওয়া শট গোল বারে লেগে ফিরে আসার সঙ্গে সঙ্গে বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে।

২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সবার আগে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পরের স্থানে রয়েছে পেপ গার্দিওলার দল বার্সা।

খেলাধূলা