উত্তর কোরিয়াকে ওবামার হুঁশিয়ারি

উত্তর কোরিয়াকে ওবামার হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনা নিয়ে আবার কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পিয়ংইয়ংয়ের এই পরিকল্পনা দেশটিকে বিশ্বের অন্যান্য জাতি থেকে আরো বিচ্ছিন্নকরণের দিকে ঠেলে দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার পরমাণ‍ু নিরাপত্তা বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগ দেয়ার আগে তিনি সিউলের প্রতি সংহতি জ্ঞাপনের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বেসামরিক সীমান্ত এলাকায় মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে এ কথা বলেন।

এদিকে বেসামরিক সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইউং বাকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে উভয় নেতা পিয়ংইয়ংকে হুঁশিয়ার করে বলেন, ওয়াশিংটন এবং সিউল মনে করে পিয়ংইয়ংয়ের এই রকেট উৎক্ষেপণ আসলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ছদ্ম পরিকল্পনা। তারা উত্তর কোরিয়াকে তাদের এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান।

ওবামা উত্তর কোরিয়াকে উদ্দেশ করে ‍আরো বলেন, আন্তর্জাতিক মতামতকে উপেক্ষা করে দেশটি তাদের জনগণের উপর সরাসরি সহিংসতার আশঙ্কা চাপিয়ে দিচ্ছে। তিনি চীনকে পিয়ংইয়ংয়ের এই পরিকল্পনার প্রতি সমর্থন না দেবার জন্যও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইউং বাক উত্তর কোরিয়াসহ যে কোনো হুমকি মোকাবিলায় আবারো যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

উল্লেখ্য, সোমবার সিউলে ৫০টিরও বেশি দেশের নেতাদের নিয়ে আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক