ক্যামেরা সেকেন্ডে স্ক্যান করবে সাড়ে ৩ কোটি মুখ!

ক্যামেরা সেকেন্ডে স্ক্যান করবে সাড়ে ৩ কোটি মুখ!

জাপানের ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিটাচি হকুসাই ইলেক্ট্রিক নতুন ধরনের ক্যামেরা প্রযুক্তি উদ্ভাবন করেছে যা অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন হবে বলে দাবি করা হচ্ছে। সাধারণ ক্যামেরা কয়েকদিনে যে ফুটেজ ধারণ করে এটি তাৎক্ষণিকভাবেই তা ধারণ করতে পারবে। এই ক্যামেরা প্রতি সেকেন্ডে ৩ কোটি ৬০ লাখ মুখ স্ক্যান করতে পারবে বলে দাবি করেছে এর নির্মাতারা।

এই প্রযুক্তি সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তিকে খুব সহজেই খুঁজে পেতে সহায়তা করবে। খালি যদি ওই ব্যক্তির পাসপোর্ট ছবি বা ফেসবুক প্রোফাইলের একটি তাৎক্ষণিক চিত্র পাওয়া যায় তাহলেই এটা সম্ভব।

এখানে কৌশলটা হল- এই ক্যামেরা কোনো চিত্র বা ফুটেজ ধারণের পর প্রক্রিয়াকরণ ও রেকর্ডের কাজটি একসঙ্গেই করে ফেলে। সুতরাং এর লেন্সের সামনে দিয়ে কেউ গেলে তার মুখটা সঙ্গে সঙ্গে রেকর্ড এবং মেমরিতে স্টোর হয়ে যায়।

আর মুখের ছবিগুলো এমনভাবে সংরক্ষিত হয় যে খুব সহজেই অনুসন্ধান করে বের করা যায়।

আগামী অর্থ বছরের মধ্যেই ক্যামেরাটি বাজারে আসবে বলে জানিয়েছে হিটাচি।

তবে এর কিছু সীমাবদ্ধতা থাকবে বলেও জানিয়েছে তারা। লেন্সের সামনে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে এটি মুখ স্ক্যান করতে পারবে আর সেই সঙ্গে সিস্টেম ইনডেক্স অনুযায়ী মুখগুলো অবশ্যই ৪০x৪০ পিক্সেল সাইজের হতে হবে।

আন্তর্জাতিক