পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে বিএনপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নালিশ ছাড়া বিএনপির কিছুই করার নেই। নালিশ করা তাদের পুরনো অভ্যাস। তারা নালিশ সর্বস্ব রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে।
শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শ্রমকল্যাণ কেন্দ্র মাঠে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ইসিকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত।
তিনি বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনেও বিএনপি জিতে গিয়ে নালিশ করছিল যে আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে।
তিনি আরো বলেন, আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চারলেনের কাজ ভারতীয় অর্থায়নে হওয়ার কথা রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে। শিগগিইর লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় আশুগঞ্জ-আখাউড়া সড়কের চারলেনের কাজ শুরু হবে।
সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি মো. আলমগীর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় আরো বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মঈন উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।