গত মঙ্গলবার গ্র্যান্ড ফাইনাল দিয়ে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের। শ্বাসরূদ্ধকর ফাইনালের একেবারে শেষ বলে বরিশাল বুলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দারুণ টিম স্পিরিট দেখিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের দলকে ৩ উইকেটে হারিয়ে উল্লাসে মাতে মাশরাফি বিন মুর্তজার দল। টানা তৃতীয়বার বিপিএল শিরোপায় চুমু খেলেন মাশরাফি। এবারের বিপিএলের খুঁটিনাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।
সর্বাধিক রান সংগ্রহকারী: | কুমার সাঙ্গাকারা (ঢাকা ডাইনামাইটস) | ১০ ম্যাচে ৩৪৯ রান |
সর্বাধিক রান (এক ম্যাচে): | এভিন লুইস (বরিশাল বুলস) | ১০১* রান |
সর্বাধিক ছক্কা: | ক্রিস গেইল (বরিশাল বুলস) | ৪ ম্যাচে ১২টি |
সর্বাধিক চার: | কুমার সাঙ্গাকারা (ঢাকা ডাইনামাইটস) | ১০ ম্যাচে ৩৫টি |
সর্বাধিক অর্ধশতক: | তামিম ইকবাল (চিটাগাং ভাইকিংস) | ৩টি |
সর্বাধিক শতক: | এভিন লুইস (বরিশাল বুলস | ১টি |
সেরা ব্যাটিং গড়: | মারলন স্যামুয়েলস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) | ১৪২.০০ |
সেরা স্ট্রাইক রেট: | ক্রিস গেইল (বরিশাল বুলস) | ১৬৩.৫২ |
সর্বাধিক শুন্য রান: | ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) | ৩টি |
সর্বোচ্চ উইকেট শিকারি: | কেভন কুপার (বরিশাল বুলস) | ৯ ম্যাচে ২২ উইকেট |
সেরা বোলিং ফিগার: | কেভন কুপার (বরিশাল বুলস) | ৫/১৫ |
সর্বাধিক হ্যাটট্রিক: | আল-আমিন হোসেন (বরিশাল বুলস) | ১টি |
সর্বাধিক মেডেন: | নাসির হোসেন (ঢাকা ডাইনামাইটস) | ৩টি |
সেরা ইকোনমি রেট: | আসহার জাইদি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) | ৪.৭৮ |
সেরা বোলিং গড়: | কেভন কুপার (বরিশাল বুলস) | ৯.৩১ |