সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

যুক্তরাজ্যের অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট(ওপিএম) সংসদীয় স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ প্রকল্পের পরামশর্ক হিসেবে নিয়োগ পেয়েছে।

রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর অনুমোদন দেয়। কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আলী হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ওভারসাইট বা এসপিও শীর্ষক এ প্রকল্প আওতায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিষ্ঠানসম্পর্কিত কমিটি এবং অনুমিত হিসাব সম্পর্কিত কমিটিকে কারিগরি সহায়তা দেবে ওপিএম। এতে ব্যয় হবে ২১ লাখ ৫৫ হাজার ৩৮২ ডলার।

উত্তরা আবাসিক শহর তৃতীয় প্রকল্পের আওতায় ৯ ও ১১ নম্বর ব্রিজ নির্মাণ কাজের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয় কমিটিতে। এ প্রকল্পে দুটি ব্রীজ নির্মাণে ২৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় হবে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ভেতরে লেক ও খালের উপর ব্রীজ নির্মাণ কাজের দরপ্রস্তাব অনুমোদন হয়েছে। এ প্রকল্পে তিনটি বিজ্র নির্মানে ৯৮ কোটি টাকা ব্যায় হবে বলে জানান উপ-সচিব।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ৫০ হাজার মে. টন গম ক্রয় করার দরপ্রস্তাব অনুমোদন করা হয়। এতে ব্যয় হবে ১২৪ কোটি ৯৭ লাখ টাকা। প্রতি টন গম কেনা হবে ৩০৩ দশমিক ৯ ডলারে। ভারতের মেসার্স এলএমজি ইন্টারন্যাশনাল এ গম আমদানি করবে।

অর্থ বাণিজ্য