বাংলাদেশকে ৪ কোটি ৫০ লাখ ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশকে ৪ কোটি ৫০ লাখ ডলার ঋণ দেবে এডিবি

772বাংলাদেশকে বর্ধিত ঋণ সুবিধার আওতায় ৪ কোটি ৫০ লাখ ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। রোববার এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ঋণের অর্থ বাংলাদেশ দক্ষিণাঞ্চলের কৃষি, প্রাণিজ সম্পদ ও মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ব্যবহার করতে পারবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও বাংলাদেশে এডিবি আবাসিক প্রধান কাজুহিকো হিগুচি চুক্তিতে সই করেন।

এই সহায়তা অর্থ দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ১ লাখ ৯১ হাজার মানুষ উপকৃত হবে বলে জানিয়েছে এডিবি।

জানা যায়, এডিবির বর্ধিত ঋণ সুবিধার সহায়তা শেষ হবে ২০২২ সাল নাগাদ।

অর্থ বাণিজ্য