পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। দেশটির ঢাকাস্থ হাই কমিশনার জামালউদ্দিন সাবেহ এ খবর দিয়েছেন।
রোববার বিকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ খবর দেন।
জামালউদ্দিন সাবেহ বলেন, ‘পদ্মাসেতুতে বিনিয়োগের প্রস্তাবটি শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভায় উত্থাপন হলে মন্ত্রিসভা তাতে অনুমোদন দেয়।’
তবে দেশটির কোন সংস্থা এ বিনিয়োগ করবে তা খোলাসা করেননি তিনি।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে পদ্মাসেতুর অর্থায়ন পরিকল্পনা থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর পর মালয়েশিয়া গত ৪ ফেব্রুয়ারি এতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করে।