জয়ের জন্য মাত্র ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েও শেষ মুহূর্তে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে বরিশাল বুলস। যদিও এর আগে টুর্নামেন্টে শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি। রায়াদ এমরিতের অপাজিত ৫৪ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙ্গর করে মাহমুদউল্লার দল।
দিনের প্রথম ম্যাচে সিলেট হেরে যাওয়ার দুই দলেরই শেষ চার নিশ্চিত হয়ে গেছে। তাই কিছুটা নির্ভার হয়ে মাঠে নেমেছিল দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের সবাই কম-বেশি রান করেছেন। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩০ রান করেন মোসাদ্দেক হোসেন।
এছাড়া পাক ওপেনার মোহাম্মদ হাফিজ ২৫, ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট ২২, ফরহাদ রেজা ১৯, নাসির হোসেন ১৪, সৈকত আলী ১৩ রান করেন। বরিশাল বুলসের হয়ে নিখিল দত্ত সর্বোচ্চ ৩টি উইকেট নেন। রায়াদ এমরিত দুটি, সোহাগ গাজী নেন একটি করে উইকেট।
বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে সিলেট হেরে যাওয়ায় বরিশালের বিপক্ষে এই ম্যাচে অনেকটাই চাপহীন ঢাকা ডায়নামাইটস। কারণ সিলেট হারায় ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দলটির। তবে শুরুতেই বরিশালকে চাপে ফেলে জয়ের প্রত্যাশায় থাকলেও শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকরভাবে হেরে যায় ঢাকা।