২৯ মার্চের হরতাল প্রত্যাহার বিএনপি’র

২৯ মার্চের হরতাল প্রত্যাহার বিএনপি’র

আগামী ২৯ মার্চের সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। দল ও জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে রোববার রাতে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর দলের ভারপ্রাপ্ত মহাসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

২৯ মার্চ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ হিন্দু ধর্মাবলম্বীদের পূণ্যস্নান থাকার কারণেই কর্মসূচিটি প্রত্যাহার করা হলো।

দলীয় শীর্ষ পর্যায়ের বৈঠকের আগেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, পূণ্যস্নান কর্মসূচি থাকার কারণেই হরতাল প্রত্যাহার করা হলো। তবে ওই দিনই সারা দেশে বিএনপিসহ চারদলীয় জোটের বিক্ষোভ সমাবেশ করা হবে।

৩১ মার্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হবে। ওই সমাবেশ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ রাজনীতি