বিপিএলে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বিপিএলে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

648নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া তাদের সফর স্থগিত করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঠিকই অংশ নিয়েছে বিদেশি খেলোয়াড়রা। তবে এবার বিপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার ক্রিকেটারদের সংগঠন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)।

সংগঠনটির প্রধান অ্যাঙ্গাস পর্টার ক্রিকইনফোকে বলেন, ‘বিপিএলে বাংলাদেশে খেলতে যাওয়া ইংলিশ ক্রিকেটারদের নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। এছাড়া বাংলাদেশে ইংলিশ নাগরিকরা সন্ত্রাসী হামলার ঝুঁকিতে আছে বলে ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে ব্রিটেনের পররাষ্ট্র দফতর। তাই ব্রিটিশ নাগরিকদের জনসম্মুখে বেশি বের না হওয়ারও এক ধরনের আদেশ রয়েছে ওই সতর্কতায়।

BPL
তিনি আরও বলেন, আমরা সবসময়ই স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে একমত। কিন্তু সেখানে তাদের সম্পৃক্ততা এই মুহূর্তে আমাদের উদ্বেগের সৃষ্টি করছে।

উল্লেখ্য, এই মুহূর্তে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে জশুয়া কব এবং রবি বোপারা বিপিএলে খেলছেন।

খেলাধূলা