আইএস সমর্থন করে ১৫ শতাংশ মুসলিম

আইএস সমর্থন করে ১৫ শতাংশ মুসলিম

645যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত। সান বার্নার্ডিনোতে একটি প্রতিবন্ধী কেন্দ্রে আইএসের হামলার পর সোমবার তিনি একথা বলেন।

ট্রাম্প বলেছেন, আমেরিকার প্রতি মুসলমানদের ঘৃণা অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছে। এই ঘৃণার উৎস এবং মার্কিনিদের জন্য তা কী হুমকি কিনা তা পুরোপুরি বোধগম্য না হওয়া পর্যন্ত মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা দরকার।

ট্রাম্পের এই বক্তব্যের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কোনো রকমের পরিসংখ্যান ছাড়া ট্রাম্প আমেরিকার প্রতি মুসলমানদের ঘৃণা বাড়ছে বলে মন্তব্য করলেও ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টকে পরিসংখ্যান বিষয়ক সাংবাদিক ম্যাক্স গ্যালকা বলেছেন, সিরিয়ার বাইরে বিশ্বের বিভিন্ন দেশে মাত্র ১৫ শতাংশ মুসলিম আইএস`কে সমর্থন করে।

আন্তর্জাতিক