আমি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, কাউকে ভয় পাই না

আমি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, কাউকে ভয় পাই না

632কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, আমি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। কাউকে ভয় পাই না। একটি মামলার শুনানিতে অংশ না নেয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার এ কথা বলেন তিনি।

মঙ্গলবার দিল্লির একটি আদালতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ আরো পাঁচ জনের হাজিরার দিন ধার্য থাকলেও সোনিয়া ও রাহুল আদালতে উপস্থিত হতে পারেননি। মামলার শুনানি পেছানোর আবেদন করেন তারা। আদালত ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

সংসদে কৌশল নির্ধারণে মঙ্গলবার এক বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। তারপরই সোনিয়া গান্ধী সাংবাদিকদের বলেন, আমি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। কাউকে ভয় পাই না।

সংসদেও ন্যাশনাল হেরাল্ডের ওই মামলা নিয়ে শোরগোল হয়। সরকারের বিরুদ্ধে তাদের দলের প্রতি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা।

আন্তর্জাতিক শীর্ষ খবর