নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত

নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত

616ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। একই দিনে মুক্ত হয় জেলার সরাইল উপজেলাও। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংসদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ফারুকী পার্ক স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। এরপর স্মৃতিসৌধে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।

জেলা সংবাদ