রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক

রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক

604তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। বসফরাস প্রণালীর কাছে তুরস্কের জলসীমায় একজন রুশ কর্মকর্তার কাঁধে রকেট লাঞ্চারের ছবি গণমাধ্যমে প্রকাশের পর মস্কোর রাষ্ট্রদূতকে তলব করলো আঙ্কারা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তুর্কি গণমাধ্যমে মস্কোর ওই কর্মকর্তার ছবি প্রকাশের পর রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গত মাসে রুশ যুদ্ধবিমানে তুরস্ক সেনাবাহিনীর গুলি চালিয়ে ভূপাতিত করার পর নতুন এ ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে।

তুরস্কের বেসরকারি টেলিভিশন এনটিভি`তে প্রচারিত এক প্রতিবেদনে দেখা গেছে, রাশিয়ার ওই কর্মকর্তা কাঁধে একটি রকেট লাঞ্চার। তিনি এটি ছোঁড়ার প্রস্তুতি নিয়ে বসফরাস প্রণালী পাড়ি দিচ্ছেন।

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলু রাশিয়াকে সব ধরনের প্ররোচনামূলক কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানেয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ওই ঘটনার জবাবে তুরস্ক ইতিমধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।

আন্তর্জাতিক