চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে শনিবার তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামাকে যুক্তরাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ‘নাৎসি’ বলে অভিহিত করেছে। তিব্বতে চীনা শাসনের প্রতিবাদ জানানোর জন্য তিনি তিব্বতিদের আত্মাহুতি দিতে উৎসাহিত করছেন বলে দাবি করা হয়।
সিনহুয়া বার্তাসংস্থায় বলা হয়, দালাইলামা যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় চলেন এবং তার আত্মীয়স্বজনরা সব সিআইএ’র হয়ে কাজ করে। তাই তিনি যখন তিব্বতিদের হয়ে কথা বলেন তখন সন্দেহ হয়।
সম্প্রতি চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেশক’জন তিব্বতী গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেয়। প্রতিবাদের এই ভাষাকে দালাইলামা উৎসাহিত করেছেন এবং আত্মাহুতি দানকারীদের সাহসিকতার প্রশংসা করেছেন বলে উল্লেখ করেছে চীন। বলেছে, দালাইলামার কাজকর্ম আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বেপরোয়া এবং নিষ্ঠুর নাৎসি বাহিনীর কথা স্মরণ করিয়ে দেয়। হিটলার যেমন নিষ্ঠুরভাবে ইহুদি নিধন করেছিল তার সঙ্গে এর মিল রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি প্রায় ৩০ জন তিব্বতী যাদের মধ্যে বৌদ্ধ ভিক্ষু ও নানরাও আছেন; চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেয়। আত্মাহুতির আগে এদের বেশিরভাগই দালাইলামাকে তিব্বতে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেয়।