যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত অভিবাসীর সংখ্যা বর্তমানে ২ লাখ ৪০ হাজার। সম্প্রতি পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে আসে।
সম্প্রতি প্রকাশিত সরকারি প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় এক কোটি ১৫ লাখ।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা তদারককারী প্রতিষ্ঠান হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০০০ থেকে ২০১১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী আগমনের হার বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে।
এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীর সংখ্যা ৮৪ লাখ ৬০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ১ কোটি ১৫ লাখে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতীয়দের স্থান সপ্তম। এই তালিকায় শীর্ষে আছে মেক্সিকোর অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৬৮ লাখ অবৈধ মেক্সিকান অভিবাসী রয়েছে । তালিকায় এরপরই আছে এল সালভেদরের অভিবাসীরা। তাদের সংখ্যা ৬ লাখ ৬০ হাজার। এর পাশাপাশি গুয়েতেমালার ৫ লাখ ২০ হাজার এবং হন্ডুরাসের ৩ লাখ ৮০ হাজার লোক অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বাস করে।
২ লাখ ৮০ হাজার অবৈধ অভিবাসী নিয়ে চীন তালিকার পঞ্চম স্থানে অবস্থান করলেও এশীয় দেশগুলোর মধ্যে তাদের অবস্থান প্রথম। এর পরপরই ২ লাখ ৭০ হাজার অবৈধ অভিবাসী নিয়ে এশীয় তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ফিলিপিনো বংশোদ্ভূতরা। তালিকায় ভারতীয় বংশোদ্ভূতদের অবস্থান ফিলিপিনোদের পরই । এছাড়া ভিয়েতনামী বংশোদ্ভূত অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার।