গত সপ্তাহে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে স্ব স্ব শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছে।
প্রতিষ্ঠান ৭টি হলো- ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. ২০ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্স ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক, বাংলাদেশ ল্যাম্পস ৩০ শতাংশ, সিটি ব্যাংক ২৫ শতাংশ, ইসলামিক ফিন্যান্স ১০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ২২ শতাংশ, ইউসিবিএল ১২ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
৩১ ডিসেম্বর ২০১১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচন করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছেন বলে জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
ন্যাশনাল হাউজিং: ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছে।
প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ০৩ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৮ টাকা।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল দুপুর ১২টায় সামুরাই কনভেনশন সেন্টার, ২৩/জি/৭ পান্থপথ (বসুন্ধরা সিটির বিপরীত পাশে) ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।
এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ টাকা ফেসভ্যালু মূল্যে দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো সুপারিশ করেছে।
রিলায়েন্স ইন্সুরেন্স: রিলায়েন্স ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ দশমিক ৩৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৪৬ টাকা।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় লা-ভিটা হল, লেক শোর হোটেল, হাউজ-৪৬, রোড-৪১, গুলশান-২, ঢাকা-১২১২ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ।
প্রিমিয়ার ব্যাংক: পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ এপ্রিল বেলা সাড়ে ১০টায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (হল অব ফেম), শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ দশমিক ৩৪ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪৮ টাকা।
ইসলামিক ফিন্যান্স: পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ এপ্রিল বেলা সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব, বেইলি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০ দশমিক ৪০ টাকা এবং কোম্পানির শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৭ টাকা।
এছাড়া কোম্পানির পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য শেয়ার হোল্ডারদের ১:৩ রাইট শেয়ার দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ শেয়ারহোল্ডারদের তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার সুপারিশ করা হয়েছে।
ইউসিবিএল: ইউসিবিএল’র পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণার সুপারিশ করেছে।
প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ দশমিক ০৩ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ দশমিক ৭৯ টাকা।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল। পরে এজিএম’র স্থান জানিয়ে দেওয়া হবে।
এছাড়া পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ৮০০ কোটি থেকে ১হাজার ৫০০ কোটি করার সুপারিশ করেছে। তবে এ বিষয়টি এজিএমে শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর অনুমোদন স্বাপেক্ষে।
সিটি ব্যাংক: সিটি ব্যাংকের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ দশমিক ০৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৪ টাকা।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে বিকেল ৩টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-০২, ব্লক- সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।
বিডি ল্যামবস: বিডি ল্যাম্পস’র পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দেওয়ার সুপারিশ করেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ দশমিক ৫৪ টাকা এবং কোম্পানির মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ মে বেলা ১১টায় ইমানুয়েল ব্যানকুইট হল, হাউজ-৪, রোড-১৩৪/১৩৫, গুলশান-১, ঢাকা ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।