স্কুলব্যাগ ওজনের সিদ্ধান্ত মহারাষ্ট্রে

স্কুলব্যাগ ওজনের সিদ্ধান্ত মহারাষ্ট্রে

458পিঠে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে না পারার কষ্ট এখন শিশু শিক্ষার্থীদের নিত্যদিনের কথা। আর এর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে স্কুল ব্যাগের ওজন। শিশুদের এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে এবার শিশু শিক্ষার্থীদের স্কুল ব্যাগের ওজন পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে ভারতে মহারাষ্ট্র রাজ্যের কর্মকর্তারা।

ভারতে মহারাষ্ট্র রাজ্যের কর্মকর্তারা শিশু শিক্ষার্থীদের স্কুল ব্যাগের ওজন যখন খুশি তখন পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম ভারতের এই রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সপ্তাহ থেকে শিশু শিক্ষার্থীদের ব্যাগের ওজন পরীক্ষা করে দেখবেন, তারা নতুন আইন মেনে বইপত্র বহন করছে নাকি তাদের ব্যাগের ওজন আইন ভঙ্গ করছে।

এ বছর জুলাই মাসে ভারত সরকার শিশুদের স্কুল ব্যাগের ওজন ওই শিশুর নিজের শরীরের ওজনের শতকরা ১০ ভাগের বেশি হতে পারবে না বলে  ঘোষণা করেছেন। সরকার ৪৪ দফা সুপারিশ জারি করে পরামর্শও দিয়েছে যে কীভাবে শিশুর বইয়ের ব্যাগের ওজন কমানো সম্ভব। তবে কর্মকর্তারা বলছেন- ভারী স্কুল ব্যাগ বহন করার ফলে স্কুল শিশুরা ক্লান্ত হয়ে পড়ছে এবং তাদের শিরদাঁড়া এবং হাড়ের জোড় অংশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নতুন এ আইনের বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা ছিল ৩০ নভেম্বর। যা ইতোমধ্যেই পার হয়ে গেছে।

আন্তর্জাতিক শীর্ষ খবর