সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে মামলায় ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পরাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের এক দশকপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও ঐকান্তিকতার ফলে মিয়ানমারের সঙ্গে সমুদ্রের সীমা বিষয়ক মামলায় আমরা জয়লাভ করতে সক্ষম হয়েছি। আশা করছি, ভারতের সঙ্গে মামলায়ও ভালো ফল পাবো আমরা।
দেশের আর্থ সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা অনিস্বীকার্য মন্তব্য করে তিনি বলেন, সংবাদপত্র যেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে। এ ক্ষেত্রে নারীদের ভূমিকাও কম নয়। তাই শুধুমাত্র একজন রিপোর্টার হিসেবেই নয়, সংবাদপত্রের সব ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ থাকতে হবে।
সাগর-রুনি হত্যা প্রসঙ্গে দীপু মনি বলেন, কোনো হত্যার রহস্য উদঘাটনে সময় কম লাগে। আবার কোনোটার ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কারণে সময় বেশিও লাগে। তবে আশা করছি সঠিক তদন্তের মাধ্যমে এ হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আশা করছি আগামী ১০ বছর পরে নারী সাংবাদিক সংগঠনের ২০তম বছরপূর্তি উদযাপন করতে হবে না। এ সময়ের মধ্যে নিশ্চয়ই নারী সাংবাদিকরা মূল সংগঠনের নেতৃত্বে চলে আসবেন।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভিন আক্তার ঝুমা।