সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তার ২৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে তার বিশেষ সহকারী(মিডিয়া) মাহবুবুল হক শাকিল এ শুভেচ্ছা পৌঁছে দেন।

শুভেচ্ছা বার্তায় সাকিব ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো বড় গৌরব নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
শনিবার রাতে মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আজ শনিবার আইসিসি র‌্যঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৬তম জন্মদিন। সদ্য সমাপ্ত এশিয়া কাপের সেরা খেলোয়াড় নির্বাচত হওয়ার মাত্র দু’দিনের মাথায় তার এ জন্মদিনে ক্রিকেট অনুরাগী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাকিব।

খেলাধূলা