ভারতে পেট্রল-ডিজেলের দাম কমেছে

ভারতে পেট্রল-ডিজেলের দাম কমেছে

387ভারতে দাম কমলো পেট্রল-ডিজেলের। পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ৫৮ পয়সা, আর ডিজেলের দাম কমেছে লিটার প্রতি ২৫ পয়সা। সোমবার মধ্যরাত থেকেই কার্যকরী হচ্ছে এই নতুন দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও টাকার দামের উপর ভিত্তি করেই পেট্রল-ডিজেলের দাম কমালো ভারত।

দাম কমার পর দিল্লিতে পেট্রলের দাম হবে ৬০ দশমিক ৪৮ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম হবে ৪৬ দশমিক ৫৫ টাকা প্রতি লিটার। হিন্দুস্থান পেট্রোলিয়াম, আইওসি, ভারত পেট্রোলিয়াম প্রতি মাসের ১ ও ১৬ তারিখ তেলের দাম পরিবর্তন করে। টাকার দামের উপর নির্ভর করে তেলের দাম বাড়ানো-কমানো হয়।

এর আগে ১৬ নভেম্বর একলাফে ৩৬ পয়সা বেড়েছিল পেট্রলের দাম। সেখানে ডিজেলের দাম অক্টোবর থেকে তিনবার বেড়েছে। ১৬ নভেম্বর শেষবার পেট্রলের দাম বেড়েছিল লিটারে ৮৭ পয়সা।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম এবং টাকা ও ডলারের বিনিময় মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। যার প্রভাব পড়েছে জ্বালানির দামে। এই অবস্থা বজায় থাকলে আবার কমতে পারে দাম।

অর্থ বাণিজ্য