২৬ মার্চ সোমবার মহান স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৬ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর পরই আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবেন।
সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।
টুঙ্গিপড়ায় সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
টুঙ্গিপাড়ার কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শেখ হারুন অর রশিদ, বিপুল ঘোষ প্রমুখ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গৃহীত সকল কর্মসূচি দেশবাসীর সাথে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য দলের সকল শাখাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।