বাংলাদেশের দর্শনীয় স্থান পরিদর্শন করলেন ২৮ ভারতীয় শিক্ষার্থী

বাংলাদেশের দর্শনীয় স্থান পরিদর্শন করলেন ২৮ ভারতীয় শিক্ষার্থী

343বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আমন্ত্রণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরিচালিত বিভিন্ন অঙ্গরাজ্যের স্কুল অ্যান্ড কলেজের ২৮ জন ছাত্র-ছাত্রী বিজিবির রংপুর ও ঢাকা সদর দফতরসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন।

রোববার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন হয়ে ফেরত যান তারা। এ সময় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদুর রহমান মাসুদ তাদের বুড়িমারী জিরো পয়েন্টে বিদায় জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরিচালিত বিভিন্ন অঙ্গ রাজ্যের স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮ জন ছাত্র-ছাত্রীর একটি দল গত ২৬ নভেম্বর শিক্ষা সফরে বাংলাদেশ ভ্রমণে আসেন। চারদিনের শিক্ষা সফর শেষে ২৯ নভেম্বর বুড়িমারী জিরো পয়েন্টে হয়ে ভারতে প্রবেশ করেন।

ভারতীয় বিএসএফের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের ২৮ শিক্ষার্থীর ওই প্রতিনিধি দলটির মনিটরিংয়ে ছিলেন কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মি. পি সিনসন, সহকারী শিক্ষিকা এলিজাবেদ সিনসন।

এদিকে, ভারতীয় বিএসএফের আমন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালিত মুন্সি আব্দুর রউফ ও নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের ২৯ জন ছাত্র-ছাত্রী গত ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চারদিনের শিক্ষা সফর করেন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদুর রহমান মাসুদ ও কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিনের উপ-অধিনায়ক মেজর পি সিনসন বলেন, ‘বিজিবি-বিএসএফ পরিচালিত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শিক্ষা সফরের মধ্যদিয়ে বন্ধু প্রতীম দুই দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় এবং ঘনিষ্ঠ হবে। এছাড়াও দুই দেশের মানুষে মানুষে আরও সম্পর্ক উন্নয়ন ঘটবে।’

জেলা সংবাদ