সূচকের ওঠানামায় চলছে লেনদেন

সূচকের ওঠানামায় চলছে লেনদেন

316সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও বেলা ১২ টায় তা নিম্নমুখী ধারায় নেমে এসেছে। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই চিত্র লক্ষ্য করা গেছে।

দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টায় দুপুর ১ টায় ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩১ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ২১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে, একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ২১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৯৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৮৬ পয়েন্টে এবং শরিয়া সূচক সিএসআই দশমিক ১০ পয়েন্ট কমে ৯৬৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৯১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫ কোটি টাকা।

অর্থ বাণিজ্য