ব্যাটিংয়ে শীর্ষে তামিম বোলিংয়ে সাকিব

ব্যাটিংয়ে শীর্ষে তামিম বোলিংয়ে সাকিব

312দুই দিন বিরতির পর আগামী ৩০ নভেম্বর থেকে চট্টগ্রামের মাটিতে শুরু হবে বিপিএল এর দ্বিতীয় পর্ব। সেখানে টানা ৩ ডিসেম্বর পর্যন্ত দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর আগামী ৬ ডিসেম্বর আবার মিরপুরে ফিরবে বিপিএল। প্রথম পর্বে ব্যাটিংয়ের সবাইকে ছাড়িয়ে গেছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। আর বোলিংয়ে সবার শীর্ষে রয়েছে সাকিব আল হাসান।

মিরপুরে টানা খেলার কারণে পিচের কন্ডিশন খারাপ হয়ে যাওয়ায় রান পেতে সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। তবে এর মধ্যেও উজ্জল টাইগার ব্যাটসম্যান তামিম। ৪ ম্যাচে টাইগার ড্যাশিং ওপেনারের সংগ্রহ ১৫৪ রান। এর মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ৬৯ রানের। সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় তামিমের পরে যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় তারকা মারলন স্যামুয়েলস (১৪২ রান), ঢাকা ডায়নামাইটসের কুমার সাঙ্গাকারা (১৩৪ রান), সিলেট সুপারস্টার্সের শ্রীলঙ্কান ক্রিকেটার দিলশান মুনাবিরা (১৩৩ রান) এবং রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন (১২১ রান)।

পিচের কন্ডিশন খারাপ হয়ে যাওয়ায় সুবিধা পেয়েছেন বোলাররা। ৪ ম্যাচের সর্বোচ্চ ১০ উইকেট টাইগার বোলার সাকিবের। এরপর সেরা ৫-এ যথাক্রমে রয়েছেন সিলেট সুপারস্টার্স এর মোহাম্মদ শহীদ (০৮), ঢাকা ডায়নামাইটস এর মুস্তাফিজুর রহমান (০৮), কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর নোয়ান কুলাসেকারা (০৭) ও ঢাকা ডায়নামাইটস এর মোশাররফ হোসেন (০৭)।

খেলাধূলা