নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘একাত্তরে যারা এ দেশের মা-বোনের ইজ্জত লুণ্ঠন করছে সেইসব চিহ্নিত রাজাকারদের বিচার এ মাটিতেই করা হবে। বর্তমান প্রজন্মই যুদ্ধাপরাধীর বিচার করবে। মুক্তিযুদ্ধে এ দেশের নিরীহ মানুষ ও মা-বোনদের ওপর নির্যাতনের প্রতিশোধ নেবে এ প্রজন্ম’।
শুক্রবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নব-নির্মিত আলহাজ্ব নান্নু বেপারী কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নৌ-মন্ত্রী আরও বলেছেন, ‘বর্তমান সরকার নদী খননের পদক্ষেপ নিয়েছে। নতুন করে অত্যাধুনিক ৫টি ড্রেজার কেনা হয়েছে। আরো ১৭ ড্রেজার কেনার প্রক্রিয়া চলছে।’
জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজিজুল আলম, পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ ফকির প্রমুখ।