এশিয়া কাপের ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরেছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশসহ ক্রিকেটবিশ্ব এটাকে হার বলে মেনে নিতে পারছে না। তাই এশিয়া কাপ চ্যাম্পিয়ান পাকিস্তান নয়, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশকে নিয়েই আলোচনা হচ্ছে বেশি। কারণ এখানে হার জিতের বিষয়টি একেবারেই গৌন হয়ে গেছে, মুখ্য হয়ে উঠেছে পারফরমেন্সের বিষয়টি।
অনেকেই বলছেন, উপমহাদেশের চারটি দলের মধ্যে বাংলাদেশের নাম চার নম্বর থেকে এক নম্বরে চলে এসেছে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুই আশা জাগানিয়া একটি ব্যাপার।
এশিয়া কাপ ক্রিকেটের পারফরমেন্স অনুযায়ী ‘দ্য ড্রিম এশিয়ান ইলেভেন’ ঘোষণা করেছে ইয়াহু ক্রিকেট। তাদের নির্বাচিত ১১ জনের তালিকার ৫ জনই বাংলাদেশের।
তালিকায় আছেন বাংলাদেশের তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা।
এছাড়া আছেন পাকিস্তানের তিন জন, শ্রীলঙ্কার দুই জন ও ভারতের মাত্র এক জন।
পাঠকদের জন্য পুরো তালিকা তুলে ধরা হলো—
১. মোহাম্মদ হাফিজ – পাকিস্তান
২. তামিম ইকবাল – বাংলাদেশ
৩. বিরাট কোহলি – ভারত
৪. কুমার সাঙ্গাকারা – শ্রীলংকা
৫. সাকিব আল হাসান – বাংলাদেশ
৬. উপল থারাঙ্গা – শ্রীলংকা
৭. নাসির হোসেন – বাংলাদেশ
৮. উমর গুল – পাকিস্তান
৯. আবদুর রাজ্জাক – বাংলাদেশ
১০. সাঈদ আজমল – পাকিস্তান
১১. মাশরাফি বিন মর্তুজা – বাংলাদেশ