সেঞ্চুরিম্যান শচীন টেন্ডুলকার সাফল্যের পেছনে নয়; উল্টো সাফল্য পেছন পেছন ঘুরে তাঁর। শতকের শতক হাঁকিয়ে সে কথার বাস্তব রূপ দিয়েছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। বলেছেন, ‘শর্টকাট পথে কখনো সাফল্য আসে না’।
সেঞ্চুরিম্যান বলেন, ‘সাফল্য শর্টকাট পথে ধরা দেয় না। এর প্রয়োজন স্বপ্নের পেছনে ছোটা। অবশ্য সঙ্গে থাকতে হবে লক্ষ্যে পৌঁছানোর তীব্র ইচ্ছা ও দৃঢ়তা। এটাই হচ্ছে আমার ক্যারিয়ারের সংক্ষিপ্ত পথ। এছাড়া কঠোর অনুশীলনের মাধ্যমে প্রতিনিয়তই প্রস্তুত করতে হবে নিজেকে।’
টেন্ডুলকার বলেন, ‘স্যার ডোন্যান্ড ব্র্যাডম্যান ও স্যার গ্যারিফিল্ড সোবার্স সর্বকালের সেরা দুই ক্রিকেটার। আর আমার সময়ে সেরাদের মধ্যে আছেন ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং ও রাহুল দ্রাবিড়।’