তৃণমূলকে টেকসই উন্নয়নে আনবে কমিউনিটি রেডিও -তথ্যমন্ত্রী

তৃণমূলকে টেকসই উন্নয়নে আনবে কমিউনিটি রেডিও -তথ্যমন্ত্রী

enuতৃণমূল জনগণকে টেকসই উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে কমিউনিটি রেডিও’র সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট আয়োজিত ‘কমিউনিটি রেডিও’র সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কমিউনিটি রেডিও’র ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, সহস্্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ। দেশের সকল প্রান্তের জনগণের অংশগ্রহণ  ছাড়া এ অর্জন সম্ভব নয়। আর কমিউনিটি রেডিও হচ্ছে তৃণমূল জনগণের সাথে সরকারের সেতুবন্ধ।

সেকারণে তৃণমূলের সুখ-দুঃখের পাশাপাশি সরকার, সংসদ ও প্রশাসনের কাজগুলো মানুষকে জানতে সহায়তা করাও কমিউনিটি রেডিও’র দায়িত্ব, বলেন তিনি।

কমিউনিটি রেডিওগুলোকে সুশাসন, টেকসই উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ব্যবহার, জলবায়ূ পরিবর্তনের সাথে খাপখাওয়ানো, নারী-পুরুষ বৈষম্যদূর, বয়:সন্ধিকাল, প্রবাসীদের পরিবারকল্যাণ বিষয়ে অনুষ্ঠান প্রচার করে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান হাসানুল হক ইনু। সেইসাথে উন্নয়নের জন্য জঙ্গি-দানবমুক্ত আবহ তৈরিতেও কমিউনিটি রেডিও ভূমিকা রাখবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

ইন্সটিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে পাঁচদিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ।

ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডিভালপমেন্ট শাখাপ্রধান নেহা কাপিল এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এণ্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতায় করেন।
দেশের ১৬টি কমিউনিটি রেডিও’র সম্প্রচারকর্মীরা কর্মশালাটিতে প্রশিক্ষণ নিচ্ছেন।

বাংলাদেশ শীর্ষ খবর