ভোলায় পিএসসি পরীক্ষা কেন্দ্রে ৪ কর্মকর্তা বরখাস্ত

ভোলায় পিএসসি পরীক্ষা কেন্দ্রে ৪ কর্মকর্তা বরখাস্ত

196ভোলায় প্রাইমারি সমাপনী পরীক্ষায় (পিএসসি) মধ্য বাপ্তা সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে অনিয়ম ও অনৈতিক কাজের অভিযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হলসুপারকে বরখাস্ত করা হয়েছে।

ধর্ম পরীক্ষায় নতুন করে চার কর্মকর্তাকে সকালেই দায়িত্ব দিয়ে পরীক্ষা শুরু করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান জাগো নিউজকে জানান, কেন্দ্র থেকে প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী শিক্ষা অফিসার) মো. আবু তাহের, কেন্দ্র সচিব ওই স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমানআরা, হল সুপার প্রধান শিক্ষক সজল দে, সহকারী হল সুপার প্রধান শিক্ষক মো. মোস্তফা। ওই কেন্দ্রের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গত রাত ১১টা পর্যন্ত তদন্ত করা হয়। এর আগে বাংলাবাজার কেন্দ্র থেকে একইভাবে চারজন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছিল।

জেলা শিক্ষক কর্মকর্তা মোহাম্মদ ছায়েদুজ্জামান জাগো নিউজকে জানান, তারা বিভিন্ন কেন্দ্রে ঝটিকা অভিযান অব্যাহত রেখেছেন।

জেলা সংবাদ