মেয়রপদে একাধিক মনোনয়ন দিলে প্রার্থিতা বাতিল

মেয়রপদে একাধিক মনোনয়ন দিলে প্রার্থিতা বাতিল

192আসন্ন পৌরসভা নির্বাচনে নতুন নির্বাচনী আইন অনুযায়ী কোন দল একাধিক ব্যক্তিকে মেয়র পদে মনোনয়ন দিলে সংশ্লিষ্ট পৌরসভায় ওই দলের সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, নতুন আইন অনুযায়ী মেয়র পদের প্রার্থীকে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। তবে কাউন্সিলর পদে নির্বাচন হবে আগের মতো নির্দলীয়ভাবে। এছাড়া রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়নপত্র থাকতে হবে।

আগামী ৩০ ডিসেম্বর বুধবার ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ২৩৪টি পৌরসভার নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

বাংলাদেশ