সংসদের অষ্টম অধিবেশন সমাপ্ত

সংসদের অষ্টম অধিবেশন সমাপ্ত

120চলমান জাতীয় সংসদের অষ্টম অধিবেশন সোমবার রাতে শেষ হয়েছে। অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি আবদুল হামিদের নির্দেশ পড়ে শুনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদের কার্যোপদেষ্টা কমিটির নির্ধারিত সময়েই মাত্র ১২ কার্যদিবস চলে এ অধিবেশন।

দশম সংসদের এ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪টি প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন জমা হয়েছিল ১২৬টি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত ২ হাজার ৫৯৫টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৪৯টি প্রশ্নের জবাব দেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। বাকিগুলো পঠিত হিসেবে গণ্য হয়।

চলতি অধিবেশনে মোট ২৭টি বিল উত্থাপিত হয়। এর মধ্যে ১০টি বিল পাস হয়েছে। এছাড়া এ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৪২১টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ১৮টি নোটিশ গৃহীত হয়েছে। ৭১ (ক) বিধিতে আলোচিত ১০৫টি নোটিশের ওপর দুই মিনিটের আলোচনা করেছেন নোটিশ প্রদানকারী এমপিরা। এছাড়া ১৪৭ বিধিতে ১টি নোটিশের উপর আলোচনা অনুষ্ঠিত হয় এবং এটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বছরের শেষ অধিবেশনও এটি। অধিবেশনের সমাপনী দিনে প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কয়েকটি নোটিশ উত্থাপনের পর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন-২০১৫ পাশ হয়। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বক্তব্যের পর অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করে অধিবেশনটির সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।

বাংলাদেশ শীর্ষ খবর