গ্যাস উত্তোলনে চীনের সঙ্গে শেলের চুক্তি স্বাক্ষর

গ্যাস উত্তোলনে চীনের সঙ্গে শেলের চুক্তি স্বাক্ষর

প্রথমবারের মতো শেইল গ্যাস উত্তোলনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের জ্বালানি খাতের অন্যতম জায়ান্ট শেল এনার্জি। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে শেল এই চুক্তি সম্পাদন করে বলে জানায় চীনা কর্তৃপক্ষ।

‍চীনে বিশ্বের মধ্যে শেইল গ্যাসের সবচেয়ে বড় মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। সাধারণত কঠিন পাথরের ভাজে এই গ্যাস পাওয়‍া যায়।

চীনে এই গ্যাস খোঁ‍জার প্রক্রিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য কোম্পানিগুলোও যুক্ত রয়েছে।

এদিকে চীনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে শেল তাদের নিজস্ব ওয়েবসাইটে গত ২০ মার্চ একটি বিবৃতি প্রদান করে। এখানে বলা হয়, শেইল গ্যাস উত্তোলন ও উন্নয়নের জন্য শেল উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ কর্মী এবং অতীতের অর্জিত অভিজ্ঞতা যৌথভাবে এখানে প্রয়োগ করবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

তবে প্রকল্প শুরু করতে এখন শুধু চীন সরকারের আনুষ্ঠানিক অনুমোদন বাকি রয়েছে বলে শেলের পক্ষ থেকে জানানো হয়।

আন্তর্জাতিক