সোমালি জলদস্যুদের স্থলঘাঁটিতে হামলার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জলদসুদের দমনে সমুদ্রের চাইতে স্থল ঘাঁটিগুলো লক্ষ্য করে আক্রমণ বেশি কার্যকর হবে বলে মনে করছে তারা।
শুক্রবার এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা সোমালি জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের সময়সীমা দুই বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে যুদ্ধ জাহাজগুলোই সোমালি জলদস্যুদের জাহাজ এবং ফুয়েল ডাম্প লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম বলে একমত হন তারা।
ইউরোপীয় ইউনিয়নের এ সিদ্ধান্তকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যুদের নিয়ন্ত্রণে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
ইতোমধ্যেই ইইউভুক্ত দেশের নৌবাহিনীর জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের হর্ন অব আফ্রিকা উপকূলে টহল জোরদার করেছে।
উল্লেখ্য, সোমালিয়ায় দুই দশক ধরে কোনো কার্যকর সরকার নেই। নানা গোত্র ও গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সংঘাতে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। সম্প্রতি দেশটির রাজধানী মোগাদিসু নিয়ন্ত্রণে নিয়েছে অর্ন্তবর্তীকালীন সরকার। কিন্তু শক্তিশালী সশস্ত্রগ্রুপ আল-শাবাব সম্প্রতি আল কায়েদাতে যোগ দেওয়ায় সমস্যা আরো ঘনীভূত হয়েছে।