আন্তর্জাতিক বিস্তৃতি সুসংহত করলো এক্সিস ব্যাংক

আন্তর্জাতিক বিস্তৃতি সুসংহত করলো এক্সিস ব্যাংক

ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক এক্সিস ব্যাংক-এর বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ 9অফিস যাত্রা শুরু করেছে। বাংলাদেশে ভারতের মাননীয় হাইকমিশনার পঙ্কজ শরন, এক্সিস ব্যাংক এর কর্পোরেট রিলেশনশিপ গ্রুপ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক গ্রুপ এক্সিকিউটিভ পি মুখার্জী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রিপ্রেজেনটেটিভ অফিসটি উদ্বোধন করেন।

এক্সিস ব্যাংক-এর বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ অফিসটি লায়লা টাওয়ার, ৬ষ্ঠ তলা, ৮ গুলশান এভিনিউ-এ অবস্থিত। এই রিপ্রেজেনটেটিভ অফিসটি ভারত-বাংলাদেশ আন্তদেশীয় বাণিজ্যে বিভিন্ন ধরনের ব্যাংকিং ও ট্রেড ফিন্যান্স সুবিধার প্রসার ও সেবা প্রদানে কাজ করবে।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক্সিস ব্যাংক-এর কর্পোরেট রিলেশনশিপ গ্রুপ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক গ্রুপ এক্সিকিউটিভ পি মুখার্জী বলেন, “এক্সিস ব্যাংক-এর প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক লেনদেন আরও সহজতর করে দুটি অর্থনীতিকে আরও সম্পৃক্ত করা। আর এই সম্পৃক্তকরণ হবে আভ্যন্তরীণ ও বহির্মূখী, দুদিক থেকেই। এক্সিস ব্যাংক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখবে। আর ঢাকার এই নতুন অফিসের মাধ্যমে এশিয়ায় এক্সিস ব্যাংক-এর অবস্থান আরও দৃঢ় হবে।”

তিনি বলেন, “এই রিপ্রেজেনটেটিভ অফিসটি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সঙ্গে কাজ করার মাধ্যমে এক্সিস ব্যাংককে ভ্যালু চেইনে আরো এগিয়ে যেতে সাহায্য করবে এবং এর রিস্ক রিটার্ন সক্ষমতা আরো বাড়াবে।”

বর্তমানে সিঙ্গাপুর, হংকং, দুবাই, কলম্বো এবং সাংহাই শহরে এক্সিস ব্যাংক-এর শাখা অফিস রয়েছে। রিপ্রেজেনটেটিভ অফিস রয়েছে দুবাই ও আবুধাবীতে। এছাড়াও যুক্তরাজ্যে রয়েছে এক্সিস ব্যাংক ইউকে লিমিটেড, যা মূল এক্সিস ব্যাংক এর একটি স্বয়ংসম্পূর্ণ উদ্যোগ।

এক্সিস ব্যাংক প্রদত্ত সুবিধাগুলোর মধ্যে রয়েছে কর্পোরেট লোন, ট্রেড ফিন্যান্স সুবিধা, ডেবিট সিন্ডিকেশন এবং লায়াবিলিটি বিজনেস। সেপ্টেম্বর ৩০, ২০১৫ পর্যন্ত ব্যাংকটির বৈদেশিক সম্পদের পরিমাণ প্রায় ৭.৫১ বিলিয়ন মার্কিন ডলার।

প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত গোস্বামী এক্সিস ব্যাংক-এর বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ অফিস-এর দায়িত্বে থাকবেন।

Featured অর্থ বাণিজ্য