বাংলালিংকের সহযোগিতায় গত ১৫ নভেম্বর ’২০১৫-এ অনুষ্ঠিত হয়ে গেল চট্রগ্রাম লোকপ্রশাসন বিভাগের র্যাগ ফেস্টিভ্যাল’১৫।
অনুষ্ঠান উদ্বোধন করেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান সিরাজউদদৌলা, সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল হোসাইন, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বাংলালিংকের আঞ্চলিক পরিচালক সৌমেন মিত্র, চট্রগ্রাম বাংলালিংকের কমার্শিয়াল হেড মো. ফরহাদ হোসাইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের অন্যান্য কর্মকর্তারা।
খালেদ বিন ওবায়েদ, সিনিয়র এক্সিকিউটিভ, বাংলালিংক, এইচআর টিম, বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি মানব সম্পদ বিষয়ক সেমিনার পরিচালনা করেন। এই সেমিনারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা কর্পোরেট বিশে^ প্রবেশের বিষয়ে নিজেদের তৈরি করতে বেশ কিছু নির্দেশনা লাভ করে। এ সবের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য ঈঠ ডৎরঃঃরহম কর্মশালা এবং ক্যারিয়ার উন্নয়ন নির্দেশনাও ছিল।
এরপর ছাত্র-ছাত্রীরা ক্যা¤পাসে র্যাগ ফেস্টিভ্যাল নিয়ে যাত্রা করে। র্যা লির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের রঙের খেলা পুরো ক্যা¤পাস প্রত্যক্ষ করে। উপস্থিত সাধারণ দর্শকদের জন্য ছিল ফ্ল্যাশ মব, যা সবাই উপভোগ করে।
অনুষ্ঠানের পরবর্তী ভাগে ছিলো স্থানীয় অটটি ব্যান্ড দলের সঙ্গীত পরিবেশনা। ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের এবং বিখ্যাত সব গান শুনতে পায় এসব ব্যান্ড দলের কাছ থেকে। আকাশে রঙিন এবং দৃষ্টিনন্দন ফানুস উড়ানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শেষ হয়।
ছাত্র-ছাত্রীরা জানায় সারা দিন ধরে তারা একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করেছে এবং তারা চায় আগামী দিনেও বাংলালিংক এমন অনুষ্ঠানের সহযোগীতায় এগিয়ে আসুক।
বাংলালিংকের মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর সোলায়মান আলম বলেন, “আমরা সব সময় তরুণ প্রজন্মের পাশে ছিলাম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে; বিশেষত যে সব অনুষ্ঠান তাদের শিক্ষার উন্নয়নে কিংবা তাদের বিনোদনে কাজে লাগে। আজ এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত, যেখানে শিক্ষা, বিনোদন এবং জ্ঞানের নানা বিষয় নিয়ে একত্রে কাজ হয়েছে আর এসব নিয়েই কর্পোরেট বিশ্বের কাজ।”