জনতা ব্যাংক লিমিটেডের নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১২ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ।
ফেনীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালামের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এসএম মাসুদ উল আলম এবং নোয়াখালী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়া নোয়াখালী অঞ্চলের ডিজিএম, এজিএম এবং শাখা ব্যবস্থাপকসহ নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।