টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম ভাইকিংস

48বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম ভাইকিংস ও রংপুর রাইডার্স। দুই শক্তিধর দলের এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্সের অধিনায়ক তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১ ওভার শেষে ৬ রান।

এবারের বিপিএলের শুরু থেকেই ভাগ্যকে সঙ্গে নিয়ে নেমেছে রংপুর রাইডার্স। প্লেয়ার্স বাই চয়েজে একাধিকবার প্রথমে খেলোয়াড় নেয়ার সুযোগ পেয়েছে। শুধু তাই নয় ভাগ্য সহয়তা করেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্ষেত্রেও। এই আইকন খেলোয়াড়কে দলে নেবার সুযোগ পেলেও সন্তানের বাবা হবার কারণে প্রথম কিছু ম্যাচে তাকে পাবার সম্ভবনা ছিলনা তাদের। কিন্তু হঠাৎ নির্ধারিত সময়ের আগে সন্তান জন্ম নেয়ার বিপিএলের শুরু থেকেই সাকিবকে পাচ্ছে তারা। শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এই তারকা।

অপরদিকে চট্টগ্রাম ভাইকিংসও নিজেদের পছন্দ মত দল পেয়েছেন। স্থানীয় তারকা তামিম ইকবালের সঙ্গে দেশি বিদেশি বেশ কিছু বড় তারকাকে নিয়ে সাজিয়েছেন তাদের দল।

রংপুর রাইডার্স
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, মুক্তার আলী, সাকলাইন সজীব, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খান, রাসেল আল মামুন, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, মিসবাহ, আল আমিন।

চট্টগ্রাম ভাইকিংস
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলি চোধুরি, শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, নাফিস ইকবাল খান সাইদ আজমল, মোহাম্মদ আমির , উমর আকমল, কামরান আকমল, এলটন চিগুম্বুরা, চামারা কাপুগেদারা , জীবন মেন্ডিস , রবিন পিটারসেন

খেলাধূলা শীর্ষ খবর