বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ৪ ডেপুটি গভর্নর ও সদ্য বিদায়ী ৩ ডেপুটি গভর্নরকে সংবর্ধনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রপসী বাংলা হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এবিবির চেয়ারম্যান ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি)’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান । উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪ ডেপুটি গভর্নরের মধ্যে আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন। বিদায়ী তিন ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুর্শিদ কুলি খান সংবর্ধনায় উপস্থিত ছিলেন।