আজ রবিবার বহুল প্রতিক্ষীত বিপিএলের পর্দা উঠছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ৩য় আসরে আজ বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মাঠে নামবে চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্স। সবদিক থেকে বিবেচনায় এবারের বিপিএল আসরের শক্তিশালী ৩টি দলের মধ্যে এ দুটি দল বেশ শক্তিশালী। দেশী-বিদেশী তারকাসমৃদ্ধ দু’দলের লড়াই দেখতে অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা।
এদিকে খেলার মাঠে চিটাগাং ভাইকিংসের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল আর রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিমের চিটাগাং দলে বিদেশী খেলোয়াড় হিসেবে পাকিস্তানি আমির, আজমল এবং জিম্বাবুয়ের চিগাম্বুরাকে নেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকান রবিন পিটারসনও থাকছেন ভাইকিংসে। দেশীয় এনামুল-তাসকিন-শফিউল আর বিদেশী আমির-আজমল-চিগাম্বুরাদের নিয়ে বেশ শক্তিশালী। তামিমের চিটাগাং আজ জয়ের লক্ষ্যেই তাদের বিপিএল-২০১৫ যাত্রা শুরু করবে। আর রংপুর প্রথম ম্যাচে খেলার নিশ্চয়তা পেয়েছে অধিনায়ক অধিনায়ক সাকিব আল হাসান। কন্যা সন্তানের মুখ দর্শনে স্ত্রীর পাশে থাকতে গত ৮ নভেম্বর আমেরিকা যান তিনি। বিপিএল শুরুর আগেরদিনই তার ঢাকায় পৌঁছানোর কথা। আর যথাসময়ে ঢাকায় এসে পৌঁছেছেনও এই অলরাউন্ডার। তাছাড়া সাকিব না থাকলেও রংপুরের শক্তিতে খুব বেশি একটা কমতি হবে না। দেশীয় সৌম্য, আরাফাত সানি, জহুরুল অমি, মুখতার আলীর সঙ্গে দলে থাকবেন বিদেশী ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, মোহাম্মদ নবী, সচিত্র সেনানায়কদের। খেলাটি দুপুর ২টায় শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিউ স্পোর্টস।
অন্যদিকে, দিনের অন্য খেলায় সন্ধ্যা ৬টায় ঢাকা ডাইনামাইটস মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ার।