কস্তার গোলে অবশেষে চেলসির জয়

কস্তার গোলে অবশেষে চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন চেলসি চলতি মৌসুমে টানা তিন ম্যাচ পর জয়ের 14দেখা পেল। শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। পয়েন্ট টেবিলের ১৫তম অবস্থানে থাকা দলটির হয়ে একমাত্র গোলটি করেন স্প্যানিশ তারকা দিয়েগো কস্তা।
এদিন, ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠার আভাস মেলে। বল দখলের লড়াইয়েও সমানে সমান ছিল উভয় দল। কিন্তু প্রতিপক্ষের সীমানায় খেই হারিয়ে ফেলায় কেউই উল্লেখযোগ্য কোনো সুযোগ পাচ্ছিল না। তবে দ্বিতীয়ার্ধে কস্তার গোলে কষ্টার্জিত জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুর একাদশে চেলসি কোচ হোসে মরিনহো মাঠে তার শিষ্যদের ৪-২-৩-১ ফরমেশনে খেলাতে থাকেন। একাদশে মাঠে নামান বেগোভিচ, ইভানোভিচ, জোউমা, জন টেরি, কেনেডি, ফ্যাব্রেগাস, ম্যাটিক, পেদ্রো, উইলিয়ান, এডেন হ্যাজার্ড আর দিয়েগো কস্তাকে। তবে, বদলি হিসেবে মাঠে নেমেছিলেন অস্কার, রামিরেস এবং আজপিলিচুয়েতা।
ম্যাচের ৬৪তম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিক চেলসি। ফ্যাব্রেগাসের অ্যাসিস্ট থেকে গোল করেন কস্তা। আর এই একটি গোল নিয়েই পুরো ম্যাচে সন্তুষ্ট থাকতে হয় গতবারের চ্যাম্পিয়নদের।

Featured খেলাধূলা