দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়াং-স্যামের মৃত্যু

39দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়াং-স্যাম মারা গেছেন। দেশটির গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম এ নেতা রোববার ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসির।

প্রচণ্ড জ্বর ও রক্ত সংক্রমণে আক্রান্ত সাবেক এ প্রেসিডেন্টকে কয়েকদিন আগে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

এক দশকেরও বেশি সময় ধরে সেনা শাসকের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কিম। আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে ১৯৮০ সালে দুই দফায় তাকে গৃহবন্দী করে রাখা হয়। এরপর কিম ইয়াং স্যাম ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক