মুক্তিযোদ্ধাদের স্লোগান আর বিজয়োল্লাসে মুখর কারাফটক

মুক্তিযোদ্ধাদের স্লোগান আর বিজয়োল্লাসে মুখর কারাফটক

muktiঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়ে নানা রকমের বিজয়ের স্লোগান দিচ্ছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে কেন্দ্রীয় কারাগার এলাকা।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হতে থাকেন মুক্তিযোদ্ধারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি। এ সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা বিচ্চু জালাল।

মুক্তিযোদ্ধারা দুই যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে তারা একটি লাঠিতে প্রতীকী ফাঁসির দড়িও প্রদর্শন করছেন। দেখাচ্ছেন বিজয় চিহ্নও।

মুক্তিযোদ্ধারা বলছেন, এ দিনের অপেক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এখন সে মুহূর্ত আমাদের সামনে এসেছে। আমরা তাদের ফাঁসির রায় কার্যকর হওয়া পর্যন্ত এখানে থাকবো।

এসময় অন্য যুদ্ধাপরাধীদেরও অবিলম্বে ফাঁসির দড়িতে ঝোলানোর দাবি জানান তারা।

অন্যান্য